উদ্বোধনের ২৪ ঘন্টা পাড় না হতেই মাওলানা ভাসানী তিস্তা সেতুতে বিদ্যুতের ক্যাবল চুরি, অন্ধকারছন্ন সেতু 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ আগu ২০২৫ ০২:১৪ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
উদ্বোধনের ২৪ ঘন্টা পাড় না হতেই মাওলানা ভাসানী তিস্তা সেতুতে বিদ্যুতের ক্যাবল চুরি, অন্ধকারছন্ন সেতু 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

মহাসড়ক ও সড়ক পরিবহন বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প মাওলানা ভাসানী সেতু বর্তমানে সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত। সেতুটির ল্যাম্পপোস্টগুলোর বিদ্যুৎ সরবরাহকারী ক্যাবল (ইলেকট্রিক তার) চুরি হয়ে যাওয়ায় ব্রিজে বিদ্যুতের সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
 

এ ঘটনায় ব্রিজটিতে রাতের আঁধারে যানবাহন চলাচল করছে অন্ধকারে, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিয়েছে। পথচারী ও ড্রাইভাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিছু অসাধু চক্র ইতিমধ্যেই ব্রিজের গুরুত্বপূর্ণ তার কেটে নিয়ে যায়। এই তারগুলো বিদ্যুৎ সরবরাহের মূল মাধ্যম হওয়ায় এর অনুপস্থিতিতে ব্রিজের সব লাইট অচল হয়ে পড়েছে।
 

ব্রিজটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ বিষয়টি জানার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বললেও, এখনও পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। তারা নতুন ক্যাবল সংযোগের কাজ দ্রুত শুরু করার আশ্বাস দিয়েছেন।
 

এদিকে, স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা তাদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দাবি করছেন, দ্রুততম সময়ের মধ্যে ব্রিজটিতে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হোক এবং ভবিষ্যতে (এ ধরনের ঘটনা) যাতে না ঘটে, তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হোক।
 

পুলিশ প্রশাসন ইতিমধ্যেই বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে। চোরাচালানিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।