নন-রেসিডেন্সি কোর্সের চিকিৎসকদের ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশকালঃ ৩০ মার্চ ২০২৩ ১২:১২ অপরাহ্ণ ২০২ বার পঠিত
নন-রেসিডেন্সি কোর্সের চিকিৎসকদের ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি

ঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন নন-রেসিডেন্সি কোর্সের চিকিৎসকেরা ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ বুধবার সকালে বিএসএমএমইউয়ের বটতলায় এ অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ থেকে চিকিৎসকেরা এতে অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে তিনটি নন-রেসিডেন্স কোর্স রয়েছে। সেগুলো হলো এমফিল, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্স। এসব কোর্সে সরকারি-বেসরকারি মেডিকেল থেকে এমবিবিএস পাস করা ৭৮১ জন চিকিৎসক ৯ মাস ধরে কোনো ভাতা পাচ্ছেন না। আমরা ভিসি স্যার ও মন্ত্রণালয়ে গিয়ে কোনো সাড়া পাইনি। তাই আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’

ঢাকা মেডিকেল কলেজ থেকে পাস করা নূর সৌরভ প্রথম আলোকে বলেন, ‘২০২২ সালের জুলাই মাসে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাস করে নন-রেসিডেন্স কোর্সে ভর্তি হই। মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত কোনো ভাতা পাইনি। কোর্সে ভর্তি থাকলে নিয়ম অনুযায়ী অন্য কোথাও চাকরি বা প্রাইভেট প্র্যাকটিস করারও সুযোগ নেই। তাহলে কীভাবে চলব আমরা?’

২০২২ সালের জুলাই মাসে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাস করে নন-রেসিডেন্স কোর্সে ভর্তি হই। মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত কোনো ভাতা পাইনি। কোর্সে ভর্তি থাকলে নিয়ম অনুযায়ী অন্য কোথাও চাকরি বা প্রাইভেট প্র্যাকটিস করারও সুযোগ নেই। তাহলে কীভাবে চলব আমরা?

ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ থেকে পাস করা ফেরদৌস আলম বলেন, ‘লজ্জায় পরিবারের কাছে টাকা চাইতে পারি না। যেহেতু এমবিবিএস পাস করেছি, তাই পরিবার মনে করে নিজে চলতে পারব। কিন্তু নন-রেসিডেন্স কোর্সে ভর্তি হয়ে বিপদে পড়েছি। ন্যায্য পাওনা ভাতাও পাচ্ছি না, আবার কোথাও চাকরি করার সুযোগও পাচ্ছি না। দুই বছর মেয়াদি এই কোর্সে ৬ মাস পরপর ফি দিতে হয়। সেই টাকার জন্য পরিবারের ওপর নির্ভর করতে হয়।’

৯ মাস ধরে ২০ হাজার টাকা করে ভাতাবঞ্চিত ৭৮১ জন চিকিৎসককে দ্রুত ভাতা দেওয়ার দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তারা বলেন, ‘দ্রুত আমাদের ন্যায্য ভাতা চালু করা হোক। নইলে বৃহত্তর আন্দোলনে যাব আমরা।’