অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তাঁর পদ থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি ভোটে অংশ নেব। ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছি। বর্তমানে আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি, তবে সময় মতো পদ ছেড়ে নির্বাচনে অংশ নেব।”
সংবাদ সম্মেলনে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। আসাদুজ্জামান অভিযোগ করে বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দিতে দেওয়া হয়েছিল। রায় ঘোষণার পর রায়ের ভাষা পরিবর্তন করা দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী অপরাধ।”
তিনি আরও বলেন, “আসন্ন আপিল বিভাগের রায় ভবিষ্যৎ প্রজন্ম ও দেশের গণতন্ত্রের জন্য এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।”