টিসিবির পণ্য পাচ্ছেন ৪০ লাখ শ্রমিক: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

প্রকাশকালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ০৫:২৯ অপরাহ্ণ ৬২৪ বার পঠিত
টিসিবির পণ্য পাচ্ছেন ৪০ লাখ শ্রমিক: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ঢাকা প্রেস নিউজ


আগামী ১ অক্টোবর থেকে দেশের ৪০ লাখ শ্রমিক টিসিবির ন্যায্যমূল্যের পণ্য পাবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

রোববার সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, "আগামী ১ অক্টোবর থেকে শ্রমঘন এলাকায় এই কার্যক্রম শুরু হবে।"
 

শ্রমিকদের কল্যাণে দেশের বিভিন্ন শিল্পগ্রুপকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, "সকল শিল্প কারখানাকে শ্রমিককল্যাণ তহবিলের আওতাভুক্ত করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে তহবিল থেকে শ্রমিকদেরকে সহায়তা দেওয়া হবে।"
 

শ্রমিকদের দাবি অনুসারে তাদের সব সমস্যার সমাধানও করা হবে জানিয়ে তিনি বলেন, "শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে। তবে যারা আইন ভেঙে অসন্তোষ সৃষ্টি করবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে।"