প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পেলে রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে
প্রিন্ট করুন
প্রকাশকালঃ
১০ জুলাই ২০২৪ ০১:৩৯ অপরাহ্ণ
|
৭৩১ বার পঠিত
সম্প্রতি অনুষ্ঠিত রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পেলে এ পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। মঙ্গলবার সরকারি কর্ম কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গত ৫ জুলাই রেলওয়েতে ৫১৬ পদে নিয়োগের লক্ষ্যে পিএসসির অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিসিএসসহ পিএসসির অধীনে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয়টি গণমাধ্যমে উঠে আসার প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পিএসসির চেয়ারম্যান জানান, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। কমিটির সুপারিশ পেলে পরীক্ষা বাতিল করা হবে। এদিকে, রেলওয়েতে উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মঙ্গলবার পিএসসির সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চাকরিপ্রার্থীরা।