স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

প্রকাশকালঃ ০৫ জানুয়ারি ২০২৫ ০৫:১৯ অপরাহ্ণ ০ বার পঠিত
স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (পটুয়াখালী):-

 

পটুয়াখালীতে স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৫ জানুয়ারি) ভোররাতে সদর উপজেলার ছোট আউলিয়াপুর বলাইকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম (৪৫), দুই সন্তানের জননী, স্বামী নূর মোহাম্মদ হাওলাদারের হাতে নিহত হন।
 

স্ত্রীকে হত্যার পর নূর মোহাম্মদ নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
 

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, নূর মোহাম্মদ দ্বিতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সঙ্গে বিবাদে লিপ্ত ছিলেন। ঘটনার রাতে নূর মোহাম্মদ তালাক দেওয়ার জন্য নুরজাহানের ওপর চাপ প্রয়োগ করেন। এ নিয়ে তাদের মধ্যে তীব্র ঝগড়া বাধে। পরে পুত্রবধূদের মধ্যস্থতায় ঝগড়া সাময়িকভাবে থামে এবং সবাই ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে নুরজাহানকে গলা কেটে হত্যা করেন নূর মোহাম্মদ এবং পালিয়ে যান।
 

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে নিহতের পরিবার। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ জানান, অভিযুক্ত স্বামী থানায় আত্মসমর্পণ করেছেন এবং নিহতের লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।