ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
জাতীয় পার্টির নতুন মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সিদ্ধান্তে এ নিয়োগ দেওয়া হয়।
চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গঠনতন্ত্রের ২০(ক) ধারায় চেয়ারম্যানকে দেওয়া বিশেষ ক্ষমতাবলে এই নিয়োগ কার্যকর করা হয়েছে।
দলের আসন্ন দশম জাতীয় সম্মেলনকে ঘিরে শীর্ষ নেতাদের মধ্যে সৃষ্টি হওয়া মতবিরোধের প্রেক্ষাপটে সদ্য সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নুকে সরিয়ে এ পদে ব্যারিস্টার শামীম হায়দারকে আনা হয়।
এর আগে একই ধারায় মহাসচিব পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অপসারণ করে মুজিবুল হক চুন্নুকে নিয়োগ দিয়েছিলেন জিএম কাদের। এবার চুন্নুকেও সরিয়ে নতুন নেতৃত্বে রদবদল আনল জাতীয় পার্টি।