আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সাবেক শিক্ষার্থী এ্যাড. মাওঃ হোসাইন আহাম্মদ মোল্লা।
মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) এ্যাড. মাওঃ হোসাইন আহাম্মদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, তিনি বাংলাদেশের ৩৮তম নিবন্ধিত রাজনৈতিক দল খেলাফত মজলিসের (প্রতীক: দেয়াল ঘড়ি) মনোনয়ন প্রত্যাশা করছেন।
নির্বাচন প্রসঙ্গে এ্যাড. মাওঃ হোসাইন আহাম্মদ মোল্লা বলেন, “আমি খেলাফত মজলিসের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। যদি দল আমাকে মনোনীত করে এবং আমি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবো এবং পরবর্তী পাঁচ বছরে শিক্ষার মান কমপক্ষে দ্বিগুণ বৃদ্ধি করতে সর্বাত্মক চেষ্টা করবো। তারপর ক্রমানুসারে চিকিৎসাখাত ও বিভিন্ন স্তরের প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও কাজ করবো।”
তিনি আরও বলেন, “আমি দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করবো এবং প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর জোর দিবো। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মদখোর -জোয়াচ্চোর ও ধর্ষকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। আমি একজন আলেম। ওলামায়ে কেরাম বিশেষত মসজিদের ইমাম,খতিব, মোয়াজ্জিন, খাদেম ও মাদ্রাসার শিক্ষকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামোর ব্যাপারে সংসদে দাড়িয়ে জোড়ালো ভূমিকা পালন করবো। আমার আসনের সকল ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করছি।"
এসম্পর্কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো: মনির আলম বলেন, আইনজীবীরা হলো সোস্যাল ইন্জিনিয়ার যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা রাখতে পারে। আমার ছাত্র, বিজ্ঞ আইনজীবী হোসাইন মোল্লা যদি সাংসদ হিসেবে নির্বাচিত হয় তাহলে সেটা তার নির্বাচনী এলাকা ও দেশের জন্য মঙ্গলজনক হবে বলে আমি মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি। জনগণের সেবা করার যে তীব্র আকাঙ্খা হোসাইনের মধ্যে দেখতে পেয়েছি আমি আশা করি তার মেধা ও যোগ্যতা দিয়ে সেটা লালন করবে। আমি সৃষ্টিকর্তার কাছে শিক্ষক হিসেবে তার জন্য দোয়া ও সফলতা কামনা করছি।
উল্লেখ্য, এ্যাড. মাওঃ হোসাইন আহাম্মদ মোল্লা কিশোরগঞ্জ সদর উপজেলার ৭নং বিন্নাটী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের স্হায়ী বাসিন্দা। তিনি আউলিয়াপাড়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল (২০১৩) ও আলিম (২০১৫) পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এলএল.বি (স্নাতক) ও এলএল.এম (স্নাতকোত্তর) সম্পন্ন করেন। তিনি স্নাতক ২০১৫-১৬ ও স্নাতকোত্তর ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত আছেন। তিনি আইনজীবী মজলিস, ঢাকা বারের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি সামাজিক সংগঠন "গোল্ডেন ড্রিম ফাউন্ডেশন" এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।