ঢাকা প্রেস
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন মডেলের ১৮৩টি মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল ফোন চোরাচালান চক্রের দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম-খন্দকার তাওহিদ হাসান তুহিন ও মোঃ রাজন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০৮:৫৫ ঘটিকায় শাহআলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
ডিবি সূত্রে জানা যায়, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় ব্যক্তি শাহআলী থানা এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন মডেলের মোবাইল ফোন বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে এবং তুহিন ও রাজনকে গ্রেফতার করে ডিবি পুলিশের টিম। এ সময় তাদের হেফাজত হতে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিভিন্ন ব্যান্ডের ১৮৩টি মোবাইল ফোন ও একটি ক্যাশ মেমো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির শাহআলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলফোন চোরাচালানের মাধ্যমে দেশে এনে বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।