জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার বিকেলে রাজধানীর মালিবাগে নিজের বাসার সামনে থেকে তাকে আটক করা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এনায়েত করিমের দায়ের করা মামলার ভিত্তিতেই শওকত মাহমুদকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব শওকত মাহমুদ। তিনি এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।