জলাভূমি দখল করে গড়া একটা স্থাপনাও থাকবে না: ঢাকা জেলা প্রশাসক
প্রিন্ট করুন
প্রকাশকালঃ
২২ মে ২০২৩ ০৬:২৯ অপরাহ্ণ
|
১৬৪ বার পঠিত
ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, ঢাকায় জলাভূমি দখল করে গড়ে ওঠা একটা স্থাপনাও থাকবে না।
আজ সোমবার ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকা জেলা প্রশাসক। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এই অনুষ্ঠান হয়।
মমিনুর রহমান বলেন, অবৈধভাবে দখলে রাখা ভূমি উদ্ধারে ঢাকা জেলা প্রশাসন কাজ করছে। পর্যায়ক্রমে প্রতিটি সম্পত্তি চিহ্নিত করা হবে। দেশের স্বার্থে এই কাজে তাঁরা কখনো পিছপা হবেন না।
ঢাকা জেলা প্রশাসক বলেন, তাঁরা দখল উচ্ছেদে ছদ্মবেশে পরিদর্শন ও তদন্তের কাজ করছেন।
আগামী বুধবার নন্দীপাড়ার সাড়ে সাত একরের একটি পুকুর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে বলে জানান মমিনুর রহমান।
২৮ মে পর্যন্ত ‘ভূমিসেবা সপ্তাহ’ উদ্যাপন করবে ঢাকা জেলা প্রশাসন।