চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১

প্রকাশকালঃ ২৩ নভেম্বর ২০২৪ ০২:২১ অপরাহ্ণ ০ বার পঠিত
চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া):-

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডির লস্করপাড়া গ্রামে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত সাজেদুল লস্কর (৩৭)কে আটক করেছে পুলিশ।
 

শনিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আপেল লস্কর লস্করপাড়া গ্রামের মৃত আমজাদ লস্করের ছেলে। অভিযুক্ত সাজেদুল লস্কর একই গ্রামের মৃত রেজান লস্করের ছেলে।
 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির জানান, সাজেদুল লস্কর নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতেন। এ বিষয়ে আপেল লস্কর তাকে বারবার সতর্ক করেছিলেন। এর জের ধরে শনিবার ফজরের নামাজ শেষে মাছ কিনতে ভেড়ামারা বাজারে যাওয়ার পথে আপেল লস্করের ওপর অতর্কিত হামলা চালায় সাজেদুল। পেছন থেকে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই আপেল লস্করের মৃত্যু হয়।
 

ঘটনার পর এলাকাবাসী সাজেদুল লস্করকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ আপেল লস্করের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।