দাউদকান্দিতে আওয়ামী লীগঘনিষ্ঠ ব্যক্তিকে ইউনিয়ন বিএনপির সভাপতি ঘোষণা ঘিরে উত্তেজনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ মে ২০২৫ ০৮:১২ অপরাহ্ণ   |   ১০০ বার পঠিত
দাউদকান্দিতে আওয়ামী লীগঘনিষ্ঠ ব্যক্তিকে ইউনিয়ন বিএনপির সভাপতি ঘোষণা ঘিরে উত্তেজনা

কুমিল্লা প্রতিনিধি:-

 

দাউদকান্দির সুন্দরপুর ইউনিয়নে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। আগামী শনিবার (২৪ মে) ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী এলাকায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তসলিম আহমেদকে ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে ঘোষণার গুঞ্জনে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
 

বিএনপির স্থানীয় সূত্র জানায়, তসলিম আহমেদ অতীতে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ২০১৮ সালের সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি তিনি গোপনে আওয়ামী লীগে যোগদান করেছিলেন এবং ৫ আগস্টের ছাত্র আন্দোলনেও সরকারি দলের পক্ষে সক্রিয় ছিলেন বলে দাবি উঠেছে।
 

এছাড়াও অভিযোগ রয়েছে, তিনি আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে জমি সংক্রান্ত দালালি ও সালিশির মাধ্যমে বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন। তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে একাধিক ছবি ভাইরাল হয়েছে।
 

স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ, দলের দুঃসময়ে নির্যাতনের শিকার অনেক নেতাকর্মীকে সম্মেলনে কোনো নেতৃত্বে স্থান না দিয়ে একটি ‘পকেট কমিটি’ গঠনের চেষ্টায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, এই সিদ্ধান্ত দলের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং এতে সংগঠনের প্রতি মানুষের আস্থা হারানোর আশঙ্কা রয়েছে।
 

বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এ পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতা তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।