মুরাদনগরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন চারজন
মো: কউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-
কুমিল্লার মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে উপজেলায় বিভিন্ন পর্যায়ে চারজন শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। কলেজ, মাধ্যমিক ও মাদ্রাসা ক্যাটাগরিতে মনোনীত এসব শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও কর্মদক্ষতার সঙ্গে শিক্ষা বিস্তারে অবদান রেখে চলেছেন।
নির্বাচিত গুণী শিক্ষকরা হলেন—
-
ড. মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক, মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ (কলেজ সাধারণ-১);
-
মোহাম্মদ খালেদ মোশারফ, প্রধান শিক্ষক, আন্দিকুট সৈয়দ গোলাম জিলানী উচ্চ বিদ্যালয় (মাধ্যমিক সাধারণ-১);
-
মোহাম্মদ মোরশেদ আলম, সহকারী শিক্ষক, কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা (মাদ্রাসা সাধারণ-১);
-
মো. মেহেদী হাসান, প্রধান শিক্ষক, বড়পুকুরিয়া (মাজুর) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা (প্রাথমিক মাদ্রাসা-১)।
সোমবার উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গুণী শিক্ষক বাছাই কমিটির মূল্যায়নের মাধ্যমে তাঁদের নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত শিক্ষকরা পরবর্তী ধাপে উপজেলা থেকে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন।
নির্বাচিত শিক্ষকরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, “কোনো কাজের স্বীকৃতি মানুষকে আরও অনুপ্রাণিত করে। এই সম্মান আমাদের ভবিষ্যতের কর্মযাত্রায় নতুন উদ্দীপনা যোগাবে। শিক্ষা বিস্তারে আরও নিষ্ঠা ও দায়িত্ব নিয়ে কাজ করতে চাই।” তাঁরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার বলেন,
“শিক্ষকদের অনুপ্রাণিত করতেই আমাদের এই আয়োজন। যাতে তাঁদের মধ্যে উদ্যম ও প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়। মুরাদনগরের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫