বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল এলজিইডি শাখার নতুন সাধারণ সম্পাদক সবুজ-অর-রশিদ খানকে অভিনন্দন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ ডিসেম্বর ২০২৫ ০৬:৩১ অপরাহ্ণ   |   ১০৪ বার পঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল এলজিইডি শাখার নতুন সাধারণ সম্পাদক সবুজ-অর-রশিদ খানকে অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল, এলজিইডি প্রধান শাখা কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সবুজ-অর-রশিদ খানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিনের অভিজ্ঞতা, নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের স্বীকৃতি হিসেবেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
 

অভিনন্দন বার্তায় আরও জানানো হয়, তার সৃজনশীল নেতৃত্ব ও কর্মদক্ষতা এলজিইডি জুড়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। কর্মজীবী শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলেই তার কার্যকর নেতৃত্বে উপকৃত হবেন বলে প্রত্যাশা করা হয়।
 

বক্তারা বলেন, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, অধিকার রক্ষা ও উন্নয়নে সবুজ-অর-রশিদ খানের নেতৃত্ব আরও কার্যকর ভূমিকা রাখবে। সবার পাশে দাঁড়িয়ে সমস্যা সমাধানে কাজ করার তার অঙ্গীকার সংগঠনকে আরও শক্তিশালী করবে।
 

শেষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বোচ্চ সফলতা কামনা করা হয়।