মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০৬ অপরাহ্ণ   |   ১৩৪ বার পঠিত
মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক:-

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউসে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, এই আমন্ত্রণ এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র একটি সামরিক বিমানযোগে বেশ কয়েকজন ভারতীয় অভিবাসনপ্রত্যাশীকে ফিরিয়ে দিয়েছে।
 

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মোদি আগামী ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
 

ডোনাল্ড ট্রাম্প গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এক সপ্তাহ পর, ২৭ জানুয়ারি মোদির সঙ্গে ফোনালাপে বাণিজ্য, জ্বালানি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন তারা। উভয় নেতা ভারত-মার্কিন সম্পর্ককে আরও গভীর করতে সম্মত হন।
 

ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী, মোদি ১০ ও ১১ ফেব্রুয়ারি ফ্রান্সের প্যারিসে "আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন" শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হতে পারেন। তবে এ সফরের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
 

মোদির এই সফর এমন এক সময়ে হতে যাচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে উদ্বেগ রয়েছে। ইতোমধ্যে, মার্কিন প্রশাসন নথিবিহীন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করেছে। মার্কিন সেনাবাহিনীর একটি সি-১৭ উড়োজাহাজ সম্প্রতি বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে।
 

মার্কিন অভিবাসন ও কাস্টমস আইনপ্রয়োগকারী সংস্থা (আইসিই) নিশ্চিত করেছে যে, প্রাথমিকভাবে ১৮ হাজার ভারতীয় নথিবিহীন অভিবাসীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার প্রথম ব্যাচ ইতোমধ্যে যাত্রা করেছে। তবে কোন অঙ্গরাজ্য থেকে বিমানটি ছেড়েছে বা এটি ভারতে কোথায় অবতরণ করবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।