ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণখনিতে ভূমিধস: নিহত ১১, নিখোঁজ ৪৫

প্রকাশকালঃ ০৮ জুলাই ২০২৪ ০৮:০৮ অপরাহ্ণ ৫৯১ বার পঠিত
ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণখনিতে ভূমিধস: নিহত ১১, নিখোঁজ ৪৫

ঢাকা প্রেস
অনলাইন ডেস্ক



ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি অবৈধ স্বর্ণখনিতে ভূমিধসে অন্তত ১১ জন নিহত ও ৪৫ জন নিখোঁজ হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত শনিবার ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধস ঘটে।

 

উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়া মানুষদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। তবে বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো কঠিন হওয়ায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।
 

অবৈধ খনিতে দুর্ঘটনা ইন্দোনেশিয়ায় নতুন নয়। দেশটিতে খনিজ সম্পদের অভাব থাকায় অনেকেই জীবিকার জন্য ঝুঁকিপূর্ণ এই খনিতে কাজ করতে বাধ্য হয়। উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এসব খনিতে দুর্ঘটনার ঘটনাও বেশি ঘটে।
 

গত কয়েক মাসে ইন্দোনেশিয়ায় একাধিক ভূমিধসে বেশ কয়েকজন মানুষ প্রাণ হারিয়েছেন।
 

এই ঘটনাগুলো সরকারের নিরাপত্তাহীন খনিগুলোর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে।