প্রিন্ট করুন
প্রকাশকালঃ
১১ জুন ২০২৪ ০৬:৩১ অপরাহ্ণ
|
৬৩৪ বার পঠিত
চুকাই ফলের জ্যাম রেসিপি
উপকরণ
চুকাই ফল ২ কাপ, চিনি ২ কাপ, পানি ৪ কাপ।
প্রণালি
চুকাইয়ের পাপড়িগুলো ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে ৩ কাপ গরম পানি দিয়ে চুলায় বসান। ফুটে উঠলে পানি ঝরিয়ে আবার ১ কাপ পানি দিয়ে চুলায় অল্প আঁচে বসান। গলে গেলে চিনি দিয়ে জ্বাল দিন। মেস্তা গলে না গেলে আরও একটু পানি দিন। চিনি গলে ঘন জ্যামের মতো হলে নামিয়ে বোতলে সংরক্ষণ করুন।
প্রিজারভেটিভ না দিলে এটি ৪/৫ দিন ভালো থাকবে। অনেক দিন সংরক্ষণ করতে চাইলে আধা চা-চামচ করে সোডিয়াম বেনজয়েট ও পটাসিয়াম মেটাবাইসালফাইট দিতে হবে।