ঢাকা প্রেস
আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি:-
মঙ্গলবার ১৪ জানুয়ারি ৩.৩০ মিনিটে সাতক্ষীরার কলারোয়া উপজেলার নবনির্মিত সুলতানপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৬,৫ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোতাপাড়া নামক স্থান হতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৫ জন বাংলাদেশী নাগরিক আটক করে ৩৩ বিজিবি।
আটকৃতরা হলেন ১. মোঃ আতিকুর রহমান (৩৬) পিতা: মোঃ আলী আব্বাস,থানা টেকনাফ, জেলা: কক্সবাজার।
২. মোঃ আসলাম হুসাইন (৩২) পিতা: মোঃ সিদ্দিকুর রহমান,থানা: চৌগাছা, জেলা: যশোর।
৩. তন্ময় ঢালী (২৫) পিতা: তপন ঢালী, থানা:মোল্লারহাট, জেলা: বাগেরহাট।
৪. মোঃ মাহাবুব খান (১৮) পিতা: মোশারফ খান, থানা: মোড়লগঞ্জ, জেলা: বাগেরহাট।
৫. মোঃ রাকিব হাসান (১৭), পিতা: মোঃ জাহঙ্গীর আলম,থানা: শ্যামনগর, জেলা: সাতক্ষীরা।
মোঃ আতিকুর রহমান ও মোঃ আসলাম হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় ভারতের নয়াদিল্লী ও কুচবিহারে তাদের শ্বশুরবাড়ী রয়েছে। বর্তমানে তাদের স্ত্রী ভারতে শ্বশুরবাড়ীতে অবস্থান করছে, স্ত্রীর সাথে দেখা করার জন্য যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তন্ময় ঢালী চাকুরী শ্রমিকের কাজ, মোঃ মাহাবুব খান এর চাচা স্থায়ীভাবে ভারতে অবস্থান করছে। তার সাথে (চাচা) দেখা করার জন্য এবং মোঃ রাকিব হাসান এর পিতা ও মাতা স্থায়ীভাবে ভারতে অবস্থান করছে। তাদের সাথে পিতা ও মাতা দেখা করার জন্য যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।
বর্তমানে ভারতে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অবৈধভাবে বসবাসকারীদের বিশেষ ধরপাকড় করায় তারা সুলতানপুর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ কালে তাদেরকে বিজিবি ৪টি অ্যান্ড্রয়েট ফোন, ১টি বাটন এবং ১টি ফল্ডিং ফোন ও ১টি পাওয়ার ব্যাংকসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের স্থানীয় চেয়ারম্যান,মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা হলে তারা বর্ণিত ঠিকানার স্থায়ী বাসিন্দা বলে জানায়। উদ্ধারকৃত মোবাইল এবং পাওয়ার ব্যাংকের সিজার মূল্য ছিয়াত্তর হাজার টাকা।
পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে কলারোয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।