ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে কাকরাইলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন বলেন, “হামলায় নুরুল হক নুরের নাক ফেটে গেছে, চোখের অবস্থা অত্যন্ত খারাপ। তার হাতও ভেঙে গেছে। তিনি এখন মুমূর্ষু অবস্থায় আছেন। বাঁচবেন কি না, আমি নিশ্চিত নই।”
তিনি আরও জানান, নিজেও হামলার শিকার হয়েছেন। সংঘর্ষে তাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
এর আগে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাতীয় পার্টি কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয় এবং গণ অধিকার পরিষদের নেতাদের ১০ মিনিটের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা না সরলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ চালায়। এতে নুরুল হক নুরসহ অনেকেই গুরুতর আহত হন।