পাকিস্তান দল নৈশভোজ অংশগ্রহণ করল ভক্তদের সাথে ডলারের বিনিময়ে
প্রকাশকালঃ
০৬ জুন ২০২৪ ০৩:৫৪ অপরাহ্ণ ২৫৩ বার পঠিত
আজ রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ রাতে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। এই ম্যাচের আগে লম্বা বিরতি পেয়েছে পাকিস্তান দল। আর এই ফাঁকে স্থানীয় বাসিন্দাদের আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়েছে বাবর আজমের দল।‘মিট অ্যান্ড গ্রিট’নামের নৈশভোজের পার্টি রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত চলে।
এই পার্টিতে অনেক ভক্তই এসেছিলেন। তারা টাকার বিনিময়ে বাবর-শাহিন আফ্রিদিদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। এই পার্টির এন্ট্রি ফি ধরা হয়েছিল ২৫ মার্কিন ডলার। এই টাকা দিয়েই পাকিস্তান দলের খেলোয়াড়দের সঙ্গে এক টেবিলে ডিনার করতে ও সেলফি তুলার সুযোগ পেয়েছেন ভক্ত–সমর্থকেরা।
পাকিস্তান দলের এমন কাণ্ডে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। তিনি বলেন, 'আনুষ্ঠানিক নৈশভোজ তো আছেই, এর ওপর আবার ব্যক্তিগত নৈশভোজ। এমন কাজ কেউ কীভাবে করতে পারে? এটা ভয়ানক। এর অর্থ হচ্ছে আপনি ২৫ ডলারের বিনিময়ে আমাদের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করছেন। সৃষ্টিকর্তা না করুন, সেখানে কোনো গন্ডগোল বেঁধে গেলে লোকে বলত ছেলেরা (বাবর-আফ্রিদিরা) টাকা কামাচ্ছে।'