গাজীপুরে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ অক্টোবর ২০২৫ ০৭:৪৫ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
গাজীপুরে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মো: শাহ আলম, বিশেষ প্রতিনিধি (গাজীপুর):-


 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবির প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে এবং মেয়র মুজিবুর রহমান, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পক্ষে এই কর্মসূচি পরিচালিত হয়।
 

গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন কালিয়াকৈর উপজেলা শ্রমিক দলের নেতা ইসমাইল মণ্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মালেকসহ শফিকুল ইসলাম গাজী, নাসির, রাসেল, আরিফ ও আনোয়ার প্রমুখ নেতৃবৃন্দ।
 

কর্মসূচি শেষে শাহিনুর রহমান শাহিন বলেন, “মেয়র মুজিবুর রহমান সবসময় শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।”
 

তিনি আরও জানান, “কালিয়াকৈর উপজেলায় কোনো গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হলে মেয়র মুজিবুর রহমান ব্যক্তিগত খরচে তার দাফন-কাফনের ব্যবস্থা করেন এবং মরদেহ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও গ্রহণ করেন।”