সিলেট টিলাধসে একই পরিবারের তিনজনের মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ জুন ২০২৪ ০৩:৩০ অপরাহ্ণ   |   ৫২৬ বার পঠিত
সিলেট টিলাধসে একই পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকা প্রেস
সিলেট ব্যুরো:-


সিলেট, ১০ জুন, ২০২৪: সিলেট নগরীর মেজরটিলা এলাকায় টিলাধসে আটকা পড়ে আজ সকালে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আগা আব্দুল করিম, তার স্ত্রী রুজি বেগম এবং তাদের ৬ মাস বয়সী শিশু সন্তান তানিম।

 


স্থানীয়রা জানান, সকাল ৬ টার দিকে টিলাধসে আগা আব্দুল করিম ও তার ভাই আগা আব্দুর রহিমের বাড়িগুলোতে ধস নেমে আসে। ধসের নিচে আব্দুল করিম, তার স্ত্রী ও তাদের শিশু সন্তানসহ মোট ৬ জন আটকা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করলেও আব্দুল করিমের পরিবারকে উদ্ধার করতে দীর্ঘ সময় লেগে যায়।
 

মহানগরীর শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানিয়েছেন, তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

উদ্ধার অভিযানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সহায়তা করে। দীর্ঘ ৬ ঘণ্টার চেষ্টার পর বেলা দেড়টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়।

এই ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজমান।