নাশকতার মামলায় সিএমএম আদালতে ৮ শতাধিক আনসার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ আগu ২০২৪ ০২:০৯ অপরাহ্ণ   |   ৫২২ বার পঠিত
নাশকতার মামলায় সিএমএম আদালতে ৮ শতাধিক আনসার

সচিবালয়ে নাশকতার ঘটনায় দায়ের মামলায় আট শতাধিক আনসার সদস্যকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে হাজির করা হয়।চাকরি জাতীয়করণের দাবিতে রবিবার দুপুরে সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন আনসার সদস্যরা। তাদের অবস্থানের কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছিলেন না।
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, সেনা সদস্যদের আহত করা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে তাদের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করা হয়। সোমবার (২৬ আগস্ট) দুপুরে তাদের সিএমএম আদালতে নেয়া হয়।