নিখোঁজ রাইসা মনির মৃতদেহ উদ্ধার, পরিবারে শোকের মাতম

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জুলাই ২০২৫ ০৭:৫৫ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
নিখোঁজ রাইসা মনির মৃতদেহ উদ্ধার, পরিবারে শোকের মাতম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ হওয়া তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনির খোঁজ মিলেছে। তবে দুঃখজনকভাবে, সে আর বেঁচে নেই। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় ঢাকা সিএমএইচ হাসপাতালে তার মরদেহ শনাক্ত করা হয়।
 

নিহতের চাচা ইমদাদুল শেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর থেকেই রাইসার খোঁজে পরিবারের সদস্যরা বিভিন্ন হাসপাতাল ও স্থানে খোঁজ চালিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত সন্ধ্যায় সিএমএইচে তার মরদেহ শনাক্ত করেন রাইসার বাবা শাহাবুল শেখ।
 

রাইসা মনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের বাসিন্দা। তার বাবা শাহাবুল শেখ ঢাকার মিরপুর এলাকায় একজন ব্যবসায়ী।
 

রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ বলেন, “আমরা রাইসার খোঁজ পেয়েছি। কিন্তু সে আর জীবিত নেই। বাবার হাতে মেয়ের নিথর দেহ দেখে আমরা ভেঙে পড়েছি।”
 

তিনি জানান, ভাই-বোনের মধ্যে রাইসা ছিল দ্বিতীয়। তার বড় এক বোন ও ছোট একটি ভাই রয়েছে। রাইসার মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
 

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে আইএসপিআর।