ইসরায়েলি হামলায় নিহত নিজামের মরদেহ দেশে আনা সম্ভব হবে না

প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৪ ০৪:০২ অপরাহ্ণ ৪৫২ বার পঠিত
ইসরায়েলি হামলায় নিহত নিজামের মরদেহ দেশে আনা সম্ভব হবে না

ঢাকা প্রেস নিউজ

 

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিনের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা নিজামের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার কামরুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় মরদেহ দেশে আনার কোনো সুযোগ নেই। নিজামের স্ত্রী লেবাননে থাকায় দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

 

বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় জানিয়েছে, নিজাম শনিবার বিকেলে বৈরুতের হাজমিয়ে এলাকায় একটি কফিশপে থাকাকালীন বিমান হামলায় নিহত হন। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান নিজামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

নিজামের বড় বোন সায়েরা বেগম জানিয়েছেন, তাদের পরিবারে আর্থিক অসচ্ছলতার কারণে নিজামকে ১২ বছর আগে লেবাননে পাঠানো হয়েছিল। দেশে ফিরে মায়ের জন্য একটি টিনের ঘর বানিয়েছিলেন নিজাম, কিন্তু মাত্র ছয় মাস পরেই মা মারা যান। কাগজপত্রের অভাবে মায়ের মৃত্যুর পরও নিজাম দেশে ফিরতে পারেননি।

 

শনিবার রাতেই নিজামের বন্ধুর মাধ্যমে তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, নিজাম লেবানন যুদ্ধে নিহত প্রথম বাংলাদেশি।

 

ইসরায়েলি হামলায় নিহত নিজামের মরদেহ দেশে ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা নেই। যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নিজামের পরিবার ও স্বজনরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।