শিরিন শিলার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ: থানায় সাধারণ ডায়েরি

প্রকাশকালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৩৬ অপরাহ্ণ ৬৮৪ বার পঠিত
শিরিন শিলার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ: থানায় সাধারণ ডায়েরি

ঢাকা প্রেস

বিনোদন ডেক্স:-

 

ঢাকা, ৮ সেপ্টেম্বর: চিত্রনায়িকা শিরিন শিলা নিজের বিরুদ্ধে ছড়ানো মিথ্যা তথ্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন। তিনি একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির বিরুদ্ধে বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এই চ্যানেলগুলো তাকে নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য প্রচার করে তার চরিত্রহানি করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
শিরিন শিলা জানান, সম্প্রতি সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। তাকে অসামাজিক কাজে জড়িত বলে অভিহিত করা হচ্ছে। এই মিথ্যাচার তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলছে।
তিনি আরও বলেন, "প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে আজগুবি ও ভুয়া তথ্য দিয়ে কনটেন্ট তৈরি করে প্রচার করছে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আমার সম্মান নষ্ট করে ভিউ-বাণিজ্য করা হচ্ছে। আমি সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন হচ্ছি। আমার পরিবার ও আত্মীয়-স্বজনের সম্মানহানি হয়েছে।"
শিরিন শিলা জানান, তিনি এই বিষয়ে সাইবার ক্রাইমেও মামলা করবেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।