বাবার হাত-পায়ের রগ কাটার ঘটনায় ছেলে গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ আগu ২০২৫ ০৮:০৬ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
বাবার হাত-পায়ের রগ কাটার ঘটনায় ছেলে গ্রেপ্তার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-


 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক সম্পত্তি দখল নিয়ে বিরোধের জেরে বাবাকে হাত ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি মাসুক মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। রবিবার হবিগঞ্জের মাধবপুরের হরিণখোলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে র‌্যাব তাকে নাসিরনগর থানায় হস্তান্তর করে। আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৯ এ তথ্য নিশ্চিত করে।
 

গ্রেপ্তার মাসুক মিয়া উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউল্লাহ গ্রামের ধন মিয়ার ছেলে।
 

নাসিরনগর থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, মাসুকের গতিবিধি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কিছুদিন ধরে নজরদারিতে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। যথাযথ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
 

পুলিশ সূত্রে জানা যায়, ধন মিয়ার (৭৮) দুই সংসার। প্রথম স্ত্রীর ঘরে পাঁচ ছেলে ও এক মেয়ে, দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই ছেলে ও তিন মেয়ে। বহু বছর আগে সাত ছেলেকে বাড়ি ও সম্পত্তি ভাগ করে দেন তিনি। তবে প্রথম পক্ষের কয়েক ছেলে বাড়ির সামনের একটি জমি দাবি করে আসছিল। ধন মিয়া রাজি না হওয়ায় গত ২৬ জুলাই কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে মাসুক কয়েকজন সহযোগী নিয়ে বাবার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ধন মিয়ার দুই হাত ও পায়ের রগ কেটে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় পরদিন জেলা সদর হাসপাতালে এবং পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ৩০ জুলাই নাসিরনগর থানায় মামলা দায়ের হয়।