এশিয়া কাপের বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কায় এবং দ্বিতীয় ম্যাচ পাকিস্তানে

প্রকাশকালঃ ২০ জুলাই ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ ১৭৯ বার পঠিত
এশিয়া কাপের বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কায় এবং দ্বিতীয় ম্যাচ পাকিস্তানে

বারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু রাজনৈতিক কারণে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবে না ভারতীয় দল। এ নিয়ে অনেক নাটকের পর সমাধান আসে ‘হাইব্রিড মডেলে’। পাকিস্তান ও শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনের অনুমোদন গত জুনে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

অবশেষে প্রকাশিত হলো হাইব্রিড মডেলের এশিয়া কাপের সূচি। আগামী ৩০ আগাস্ট শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। এবারের আসরে ছয়টি দল অংশ নেবে। বাংলাদেশ মাঠে নামবে আসরের দ্বিতীয় দিনে।

সেদিন তারা মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কার। আর দ্বিতীয় ম্যাচ খেলতে উড়াল দিতে হবে পাকিস্তানে। লাহোরে ৩ সেপ্টেম্বর সেই ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান।

একনজরে এশিয়া কাপের সূচি
৩০ আগস্ট : পাকিস্তান-নেপাল, মুলতান
৩১ আগস্ট : বাংলাদেশ-শ্রীলঙ্কা, ক্যান্ডি
২ সেপ্টেম্বর : ভারত-পাকিস্তান, ক্যান্ডি
৩ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, লাহোর
৪ সেপ্টেম্বর : ভারত- নেপাল, ক্যান্ডি
৫ সেপ্টেম্বর : আফগানিস্তান- শ্রীলঙ্কা, লাহোর

সুপার ৪-এর সূচি
৬ সেপ্টেম্বর : এ-১ বনাম বি-২, লাহোর
৯ সেপ্টেম্বর : বি-১ বনাম বি-২, কলম্বো
১০ সেপ্টেম্বর : এ-১ বনাম এ-২, কলম্বো
১২ সেপ্টেম্বর : এ-২ বনাম বি-১, কলম্বো
১৪ সেপ্টেম্বর : এ-১ বনাম বি-১, কলম্বো
১৫ সেপ্টেম্বর : এ-২ বনাম বি-২, কলম্বো