ঢাকা প্রেস,সিরাজুল ইসলাম রতন:-
বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল অডিটোরিয়ামে তামাক ব্যবহারকারীদের জন্য কাউন্সিলিং ভিত্তিক চিকিৎসা, যা বিশেষ করে দক্ষিণ এশিয়ায় তীব্র মানসিক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদেরকে কেন্দ্র করে সেবা প্রদানে আর্ক ফাউন্ডেশন আয়োজিত বৃহস্পতিবার কমিউনিটি অ্যাডভাইজারি প্যানেল মিটিং অনুষ্ঠিত হয়।
কমিউনিটি অ্যাডভাইজারি প্যানেল মিটিং এ #আর্ক ফাউন্ডেশন থেকে আগত প্রতিনিধিবৃন্দ কমিউনিটি অ্যাডভাইজারি প্যানেল কি, গবেষণা ক্ষেত্রে কমিউনিটির গবেষণার ক্ষেত্রে অন্তর্ভুক্ততা এবং সম্পৃক্ততার ভুমিকা, কমিউনিটি অ্যাডভাইজারি প্যানেল (ক্যাপ) এর উদ্দেশ্য নিয়ে বিষদ আলোচনা করেন।
মিটিং এ উপস্থিত ছিলেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক ডা. মোঃ মতিউর রহমান। এসময় আর্ক ফাউন্ডেশন এর সিনিয়র রিসার্চ এসোসিয়েট ডাঃ ফাহমিদা ইসলাম, জুনিয়র রিসার্চ এসোসিয়েট সাখাওয়াত হোসেন রানা সহ বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, আমন্ত্রিত রোগী ও তাঁদের অভিভাবক, কলেজের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
'The SCIMITAR-SA' নামক প্রোগ্রামের আওতায় দক্ষিণ এশিয়ার তীব্র মানসিক ব্যাধিতে আক্রান্ত ব্যাক্তিদের তামাক ব্যবহার জনিত বিভিন্ন কারনে উদ্ভুত বিভিন্ন দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যার মোকাবেলায় এ প্রকল্প প্রতিষ্ঠিত করা হয়েছে।