অস্থায়ী ক্যাম্পাসে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ   |   ৭৬ বার পঠিত
অস্থায়ী ক্যাম্পাসে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলা সদরের অস্থায়ী ক্যাম্পাসে গড়ে ওঠা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও অরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।
 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী বিল্ডিংয়ের অডিটরিয়াম ভবনে অরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।
 

জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহ. রাশেদুল ইসলাম।  
 

ডেপুটি রেজিস্ট্রার সাদেকুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. শাহ আশরাফুল ইসলাম ও প্রভাষক রাইয়ান রেজা প্রমুখ।
 

অরিয়েন্টশন অনুষ্ঠানে প্রথম শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয়ের ভর্তির অনুভূতি প্রকাশ করেন।