নথি গায়েব করে ১৪৬ কোটি ৫৭ লাখ টাকার কর ফাঁকির ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঢাকা কর অঞ্চল-৫ এর তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুদকের কমিশন বৈঠকে মামলাটি অনুমোদন দেওয়া হয়। শিগগিরই দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম মামলাটি দায়ের করবেন।
অভিযুক্ত তিন কর্মকর্তা হলেন— কর অঞ্চল-৫ এর কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক, অতিরিক্ত কর কমিশনার গোলাম কবীর এবং উপ-কর কমিশনার লিংকন রায়।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে, ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষে ধামশুর ইকোনমিক জোন লিমিটেডের কর দাবির পরিমাণ ছিল ১৪৬ কোটি ৫৭ লাখ টাকা। তবে কর্মকর্তা বদলির পর নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কর নির্ধারণী আদেশ পরিবর্তন ও পরিমার্জন করে দাবি শূন্য টাকা ও ১ হাজার টাকায় নামিয়ে আনেন। এতে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকির সুযোগ তৈরি হয়। শুধু তাই নয়, মূল কর নির্ধারণী আদেশের নথিও গায়েব করে দেওয়া হয়, যা দুদকের অভিযানে খুঁজে পাওয়া যায়নি।
এর আগে গত ৯ জুলাই কর অঞ্চল-৫ এ এনবিআরের নথি গায়েব ও কর ফাঁকির ঘটনায় দুদক এনফোর্সমেন্ট অভিযান চালায়। সে সময়ও অভিযোগের সত্যতা মেলে।