ঢাকা প্রেস
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের কয়েক ঘন্টা পরই কমিটি থেকে এক সদস্যের স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। ঐ সদস্যের নাম মাজু ইব্রাহিম। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদে ছিলেন। তিনি তার নিজ নামের একটি ফেসবুক আইডির ওয়ালে কমিটি থেকে পদত্যাগ করার পোস্ট করেছেন।
গতকাল শনিবার (৩০ নভেম্বর) রাতে এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন মাজু ইব্রাহিম। মাজু ইব্রাহিম তার ফেসবুক আইডির ওয়ালে লিখেছেন, আমি মাজু ইব্রাহীম, আমি আজ (সদ্য) প্রকাশিত কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের- কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদে অন্তর্ভুক্ত হয়েছি। আমি ব্যাক্তিগত কারনে কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পদ থেকে স্বজ্ঞানে স্বেচ্ছায় পদত্যাগ করছি বা সরে যাচ্ছি।
পদত্যাগের বিষয়ে মাজু ইব্রাহিম বলেন, পারিবারিক কারণ ও সামনে আমার পরিক্ষা তাই নিজে আমি স্বেচ্ছায় এ পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। ভাবছি প্রয়োজন হলে লিখিত পদত্যাগ পত্র জমা দিবো। জেলা কমিটির আহবায়ক আব্দুল আজিজ নাহিদ জানান, মাজু ইব্রাহিম আমাদের কাউকেই বলেননি, উনি নিজের জায়গা থেকে সরে গেছেন, কিন্তু কেন গেছেন সেটা আমার জানা নেই। আমাদের একটা গঠনতন্ত্র সামনে আসবে, সেই নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত ২৩১ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটি ছয় মাসের জন্য অনুমোদন করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার কমিটিতে আব্দুল আজিজ নাহিদকে আহ্বায়ক, ফয়সাল আহমেদ সাগরকে সদস্যসচিব, সাদিকুর রহমানকে মুখ্য সংগঠক ও জান্নাতুল তহুরাকে মুখপাত্র করা হয়েছে বলে জানা যায়।