বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)’র ১ম থেকে ১২তম নিবন্ধনধারী নিয়োগ–বঞ্চিত শিক্ষকরা রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
গতকাল বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ–বঞ্চিত শিক্ষক ফেডারেশন।
কর্মসূচিতে বক্তারা ১–১২তম নিবন্ধিত সনদধারী প্রার্থীদের দ্রুত নিয়োগ দিতে প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশ চেয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানান।
এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এনটিআরসিএ যে সাম্প্রতিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তা বাতিল করারও দাবি তুলে ধরেন উপস্থিত নিয়োগ–বঞ্চিত শিক্ষকরা।