ঢাকা প্রেস,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, "প্রত্যেক হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান আমাদের আমানত, এবং তাদের ওপর কোনো নির্যাতন করা যাবে না। কিন্তু আওয়ামী লীগ একটা নতুন ষড়যন্ত্রে লিপ্ত, তারা হিন্দুদের নাম নিয়ে ছাত্রলীগের মাধ্যমে হামলা করাচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে এবং কোনো ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দিতে হবে না।"
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা থানা বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনের আয়োজনে নিমগাছি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, "আজকের এই সভায় আমি বক্তব্য দেওয়ার জন্য এখানে উপস্থিত হতে চেয়েছিলাম না। তবে আজ থেকে দুই বছর আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জানলাম, হাসিনার আদালত আমাকে ৯ বছরের সাজা দিয়েছে। আমি তখনই প্রতিজ্ঞা করেছিলাম, সেই রায় আমি মানি না। হাসিনার জেলে আমি যাব না, তাই আমি বিদেশে থেকে প্রযুক্তি ব্যবহার করে সবার সঙ্গে যোগাযোগ রেখে আন্দোলন পরিচালনা করেছি, এবং এখনও করছি।"
তিনি আরও বলেন, "আজ হাসিনা আবারও বিদেশে বসে ষড়যন্ত্র করছে, কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। যুদ্ধ শেষ হয়নি, আমরা এখনো ক্ষমতায় আসিনি। আমাদের মূল লক্ষ্য হলো জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসা, কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে।"
টুকু আরও উল্লেখ করেন, "বিএনপির নেতাকর্মীদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, তা সারা দেশের মানুষের জন্য ছিল এক চরম দুর্দশা। ১৬ বছর সংগ্রামের পর, আজ আমরা মুক্ত আকাশ দেখতে পাচ্ছি। আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক, তারা আর দেশের ক্ষতি করতে পারবে না।"
তিনি হাসিনাকে লক্ষ্য করে বলেন, "আজ হাসিনার পতন ঘটেছে, এবং তিনি তার স্বপ্ন পূরণ করতে পারেননি। তার অহংকার এতই বেড়ে গিয়েছিল যে, তিনি ভাবতেন তিনি আল্লাহর পরেই রয়েছেন।"
টুকু আরও বলেন, "এক সময় তারা খালেদা জিয়াকে মেরে ফেলতে চেয়েছিল, আজ তাদেরই ঘরবাড়ি ছেড়ে খালেদা জিয়া যেখানেই যাচ্ছেন, সেখানে সম্মান পাচ্ছেন। সেনাবাহিনী তাকে প্রধানমন্ত্রীর মতো স্যালুট দিয়ে সম্মান জানিয়েছে।"
তিনি বলেন, "আমি ১৬ বছর আগে যাদের কর্মী হিসেবে দেখেছিলাম, এখন তাদেরই সন্তানদের নতুন মুখ দেখে আশাবাদী। এই নতুন প্রজন্ম একদিন আওয়ামী লীগকে শায়েস্তা করবে।"
"বিএনপি জনগণের কাছে ওয়াদা করেছে, আমরা তাদের সহায়তায় ক্ষমতায় আসব। আওয়ামী লীগ দেশ লুটপাট করে শেষ করে দিয়েছে, তাই সংস্কারের প্রয়োজন। আমাদের ৩১ দফা পরিকল্পনা রয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান।"
টুকু বলেন, "যেমন এক সময় জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক তেমনি তারেক রহমানও একদিন বাংলাদেশের পথ প্রদর্শক হবেন।"
তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "রাসুল (সা.) তাঁর অনুসারীদের বলেছিলেন, তোমরা সুখে থাকলেও সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ সাপের মতো, তাদের থেকে সাবধানে থাকতে হবে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত নয়।"
সভায় আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, এবং অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।