শুধু স্বাক্ষরে নয়, বাস্তবায়নেই সংস্কারের সাফল্য: রেহমান সোবহান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ সেপ্টেম্বর ২০২৫ ০৫:০৯ অপরাহ্ণ   |   ৪০ বার পঠিত
শুধু স্বাক্ষরে নয়, বাস্তবায়নেই সংস্কারের সাফল্য: রেহমান সোবহান

অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, শুধু দলিলে স্বাক্ষর করলেই সংস্কার সম্পন্ন হয় না। আগামী নির্বাচন সামনে রেখে আগামী ছয় মাসে কোন কোন সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হবে, তা এখনও পরিষ্কার নয়।
 

সোমবার রাজধানীর হোটেল লেকশোরে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ নামের নতুন উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
 

রেহমান সোবহান বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশে গ্রহণযোগ্য কোনো সংস্কার প্রক্রিয়া দেখা যায়নি। সংস্কার নিয়ে আলোচনা হয়, দলিল প্রণয়ন হয়, এমনকি বাস্তবায়নের অঙ্গীকারও করা হয়; কিন্তু একটি সুস্পষ্ট ও কার্যকর প্রক্রিয়ার মাধ্যমে তার বাস্তবায়ন হয়নি।
 

অন্তর্বর্তী সরকারের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, সরকার সংস্কারের একটি বড় তালিকা করেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে। তবে কোন সংস্কার নির্বাহী আদেশে কার্যকর হবে আর কোনটি সংসদের মাধ্যমে আইন করে বাস্তবায়িত হবে—এটি স্পষ্ট করতে হবে। শুধু ঘোষণা দিলেই সংস্কার হয় না।
 

তিনি আরও বলেন, সংস্কার কার্যকর করতে হলে অংশীজন ও নাগরিক সমাজের মতামত গ্রহণ, মানুষের চাহিদা অনুধাবন, রাজনৈতিক দলের অঙ্গীকার নিশ্চিতকরণ, সংসদীয় কমিটির আলোচনার সুযোগ, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা অপরিহার্য। কিন্তু বাংলাদেশে এখনো এ ধরনের সংস্কৃতি গড়ে ওঠেনি।
 

১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা থাকাকালে ২৫০ জন বিশেষজ্ঞকে নিয়ে ২৯টি টাস্কফোর্স গঠনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও তখন একটি টাস্কফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সরকারগুলো এসব সুপারিশ কাজে লাগায়নি।
 

‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ নিয়ে তিনি বলেন, শুধু প্রতিবেদন তৈরি বা মনিটরিং করলেই যথেষ্ট নয়। রাজনৈতিক দল ও নাগরিক সমাজ যদি যৌথভাবে কাজ করে, তবেই ইতিবাচক ফল আসবে।
 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।