চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফাল্গুনী দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকার বইমেলা থেকে তাকে আটক করা হয়।
শনিবার (১ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
চবি ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রূমী জানান, “শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আমরা বইমেলা প্রাঙ্গণে ছিলাম। হঠাৎ ফাল্গুনী দাসকে উজান প্রকাশনীর স্টলের দিকে যেতে দেখি। নিশ্চিত হয়ে আমি শাহবাগ থানার ওসিকে বিষয়টি জানালে তিনি এসে তাকে আটক করেন।”
তিনি আরও জানান, ফাল্গুনী দাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করতেন এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিতেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম ও অপকর্মের সঙ্গেও তিনি জড়িত ছিলেন।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, “ফাল্গুনী দাসকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”