রাষ্ট্রদ্রোহের ঘটনায় জড়িত থাকলে ছাড় দেয়া হবে না: আসিফ মাহমুদ

ঢাকা প্রেস,রংপুর জেলা প্রতিনিধি:-
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একটি গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। তিনি স্পষ্টভাবে জানান, যদি কেউ রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর ঘটনায় জড়িত থাকে, সে যে-ই হোক, বা তার অবস্থান যতোই উচ্চ হোক, তাকে কোনো ছাড় দেয়া হবে না। এ ক্ষেত্রে, ধর্ম বা সম্প্রদায় না দেখে, রাষ্ট্রের স্বার্থে আইনশৃঙ্খলাবাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। মঙ্গলবার রংপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এছাড়া, ক্রীড়া উপদেষ্টা সরাসরি বলেননি, কার গ্রেপ্তারের ঘটনায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে, তবে সম্প্রতি রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস। তাকে সোমবার ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, যদি বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর কোনো আঘাত আসে এবং রাষ্ট্রদ্রোহের ঘটনা ঘটে, তবে সরকার কঠোর পদক্ষেপ নেবে। এ বিষয়ে মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন আবেদন নাকচ করে দেন।
এই ঘটনা নিয়ে সোমবার দেশজুড়ে হিন্দু ধর্মাবলম্বীরা বিক্ষোভে অংশ নেন এবং মঙ্গলবারও তার অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ করেন। জামিন নামঞ্জুরের পর, প্রিজন ভ্যান থেকে চিন্ময় কৃষ্ণ দাস তার অনুসারীদের শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানান। এক ভিডিও বার্তায় তাকে বলতে দেখা যায়, "রাষ্ট্র অস্থিতিশীল হয়ে শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হলে, আমরা কিছু করবো না। আমাদের আবেগ সংযত রেখে, শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫