বন্দরে সেলিম ওসমানের পালিত ছেলে আওমী দোসর মাকসুদের সাধুসাজার চেষ্টা

প্রকাশকালঃ ৩০ ডিসেম্বর ২০২৪ ১২:০৫ পূর্বাহ্ণ ০ বার পঠিত
বন্দরে সেলিম ওসমানের পালিত ছেলে আওমী দোসর মাকসুদের সাধুসাজার চেষ্টা

ঢাকা প্রেস

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি:-

 

স্থানীয় সূত্রে জানা যায় গতকাল ২৮ ডিসেম্বর  বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের নাঙলবন্ধ এলাকায় মোটা অংকের অর্থ বিলিয়ে বন্দর ৫ আসনের সাবেক এমপি আওয়ামীলীগের দোসর সেলিম ওসমানের পালিত ছেলে মাকসুদকে পূর্ন বহাল করার জন্য মানববন্ধন করিয়ে সাধুসাজার চেষ্টা।

 

উল্লেখ বিগত ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী জাতীয় পার্টির বন্দর থানার নেতা বাগিয়ে মুছাপুর ইউনিয়নের একতরফা তিনবার চেয়ারম্যান পদ ভোগ করেন সাধু মাকসুদ। আওয়ামীলীগের অন্যতম দোসর মাকসুদ শুধু সেলিম ওসমানের পালিত ছেলেই ছিলেন না নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমানের সাথে সক্ষতা তৈরি করে আওয়ামীলীগের স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খানের সাথে সাক্ষাৎ করে প্লটি মারেন সেলিম ওসমানকে এর পরই ক্ষমতার নেশায় অবৈধ বালুর মহলের কোটি কোটি টাকা দিয়ে এমপি মন্ত্রী ম্যানেজ করে সেলিম ওসমানকে টেক্কা দিয়ে বনে যায় উপজেলা চেয়ারম্যান। 


নাম বলতে অনিচ্ছুক মুছাপুর ইউনিয়নের বাসিন্দা জৈনক জানান মাকসুদের সন্ত্রাসী ছেলে দিনদুপুরে ইটভাটা ব্যবসায়ীদের ডাকাতি করে এছাড়া ও মটর সাইকেল মহরা সন্ত্রাসী লুটতরাজ, চাঁদাবাজিই তার মূলকাজ। 
ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও বীরদর্পে চাঁদাবাজি করে সাধু সাজার চেষ্টা করছে বালুখেকো মাকসুদ।