নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ জানুয়ারি ২০২৬ ০৬:৪২ অপরাহ্ণ   |   ৭৮ বার পঠিত
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।
 

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে অধ্যাপক আবু সাইয়িদ নিজেই এ তথ্য নিশ্চিত করেন। সম্প্রতি বিএনপিতে যোগদানের পর বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
 

অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীনতার সপক্ষের শক্তিগুলোর ঐক্য জোরদার করাই এখন সময়ের দাবি। মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে নৈতিক দায়িত্ব থেকেই আমি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’
 

তিনি আরও বলেন, ‘জীবনে বহুবার নির্বাচনে অংশ নিয়েছি এবং সংসদ সদস্যও ছিলাম। কিন্তু আজ ব্যক্তিগত ইমেজ বা রাজনৈতিক লাভের চেয়ে স্বাধীনতার সপক্ষের বৃহত্তর ঐক্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই শামসুর রহমানকে সমর্থন দিচ্ছি।’
 

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ঢাকায় অধ্যাপক আবু সাইয়িদ বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। তার কর্মী ও সমর্থকরাও ধানের শীষের পক্ষে মাঠে কাজ করবেন বলে জানিয়েছেন।
 

তার প্রার্থিতা প্রত্যাহারের ফলে পাবনা-১ আসনে বিএনপির প্রার্থীর অবস্থান আরও শক্তিশালী হতে পারে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত ব্যারিস্টার মোহাম্মদ নজিবুর রহমান মোমেন এবং ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল গনি।