জয়পুরহাটের তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় স্কুলসমূহ বুধবার পর্যন্ত বন্ধ ঘোষণা
প্রকাশকালঃ
২২ জানুয়ারি ২০২৪ ০৬:৩১ অপরাহ্ণ ২৬১ বার পঠিত
জয়পুরহাটের তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াস নেমে যাওয়ায় জেলার সকল স্কুল-কলেজ বুধবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক আশরাফুল আলম জানান, শীতের তীব্রতা বৃদ্ধি ও কুয়াশার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, স্কুল-কলেজ বন্ধের সময় শিক্ষার্থীরা বাসায় থেকেই পড়াশোনা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে।
জয়পুরহাটের আবহাওয়া অফিস জানায়, জেলায় গতকাল সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.১ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবারও তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।