পিস্তলসহ মাগুরায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শামীম গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ ডিসেম্বর ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ   |   ৩৫ বার পঠিত
পিস্তলসহ মাগুরায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শামীম গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি


 

মাগুরায় যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম। দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দুই সপ্তাহ না পেরোতেই তিনি পিস্তল ও গুলিসহ ধরা পড়লেন। শামীম মাগুরা শহরের ভায়না এলাকার মৃত বাকী চোপদারের ছেলে।
 

মঙ্গলবার ভোরে যৌথবাহিনীর সদস্যরা ভায়না এলাকায় শামীমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি চায়না পিস্তল ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২২ জানুয়ারি তাকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করলে ১৭ নভেম্বর তা তুলে নেওয়া হয়।
 

সদর থানার ওসি মো. আইয়ুব আলী জানান, যৌথবাহিনী অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও একটি চাকুসহ শামীমকে আটক করে থানায় হস্তান্তর করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্রের বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
 

অন্যদিকে, মাগুরা জেলা বিএনপির সভাপতি আলী আহমেদ ঢাকায় অবস্থান করায় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। একইভাবে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদও মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।