ঢাকা প্রেস
জবি প্রতিবেদক:-
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের বিরুদ্ধে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে মেসেঞ্জারের মাধ্যমে প্রশ্নপত্র ও উত্তর দিতে দেখা গেছে। মেসেঞ্জার রেকর্ডে দেখা যায়, আকতার হোসাইন উত্তরপত্র সরবরাহ করছেন এবং বলেছেন, "কেউ কেউ দিও না আবার।" আকতার হোসাইনের মামাতো ভাই কাঁকন মিয়াও অডিও ক্লিপে ভর্তি পরীক্ষায় টিকিয়ে দেওয়ার গ্যারান্টি দেন।
জবি ছাত্রলীগের নেতারা আকতার হোসাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আকতার হোসাইন অভিযোগ অস্বীকার করেছেন। কেন্দ্রীয় ছাত্রলীগ প্রশ্ন ফাঁসের অভিযোগটি তদন্ত করবে বলে জানিয়েছে। ২০২২ সালে গঠিত জবি ছাত্রলীগের কমিটি টেন্ডার, ঠিকাদার, শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছনা ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে স্থগিত করা হয়েছিল।