মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:-
জামালপুরের মাদারগঞ্জে ডোবার পানিতে পড়ে তাসনিয়া (২) নামে দুই বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার তারপাড়া মোসলেবাদ আইগেনী পাড়ায় শিশুটির নিজ বাড়ির পাশের ডোবায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসনিয়া মালয়েশিয়া প্রবাসী বাদশা মিয়ার একমাত্র কন্যা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার প্রায় দুই ঘণ্টা আগে শিশুটি নিখোঁজ হয়। শিশুটির বাবা দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। দুর্ঘটনার সময় তাসনিয়ার মা পাশের বাড়িতে ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ির আঙিনায় খেলতে খেলতে তাসনিয়া পাশের ডোবার পানিতে পড়ে যায়।
অনেকক্ষণ খোঁজাখুঁজির পর গ্রাম মসজিদের মাইকে নিখোঁজ হওয়ার ঘোষণা দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর বাড়ির পাশের ডোবায় শিশুটির মৃতদেহ ভেসে ওঠে।
তাসনিয়ার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে।
শিশুটির চাচা রিপন ও দাদা জলিল জানান, শিশুটিকে বাড়ির আঙিনায় রেখে তার মা ধান শুকাতে পাশের বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয় এবং পরে মাইকিংও করা হয়। পরে বাড়ির পাশের ডোবার পানিতে তাসনিয়ার নিথর দেহ পাওয়া যায়।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।