ঢাকা প্রেস নিউজ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণে পাঠানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে সম্প্রতি সমালোচনা করেছেন অ্যাকটিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন।
ফেসবুকে পিনাকী লিখেছেন, "গতকাল ভারতে কোন প্রশিক্ষণ না পাঠানোর আহ্বান জানানো হয়েছিল। অথচ এখন নাহিদের মন্ত্রণালয় কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আমি যা বলি, তার উল্টোটাই করে এরা। নাহিদকে অভিনন্দন।"
তার পোস্টে তিনি একটি নথির ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় শিক্ষা মন্ত্রণালয় থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ভারতের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছিল। সেই প্রশিক্ষণটি আগামী ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল।