ডাকসুতে ভুয়া প্রার্থিতা দাবি—কে এই চাঁদাবাজ রাইয়ান?

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:২০ অপরাহ্ণ   |   ৫৮ বার পঠিত
ডাকসুতে ভুয়া প্রার্থিতা দাবি—কে এই চাঁদাবাজ রাইয়ান?

বিশেষ প্রতিনিধি:-

 

ডাকসু নির্বাচনে ভুয়া প্রার্থিতা দাবি করে আলোচনায় এসেছে এক তরুণ—মো. রাইয়ান ইসলাম। তদন্তে জানা গেছে, তিনি নারায়ণগঞ্জের প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ২৭ ব্যাচের শিক্ষার্থী। অথচ নিজের নির্বাচনী প্রচারপত্রে তিনি দাবি করেছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এবং তার হল সংযুক্তি শহীদুল্লাহ হলে।
 

কিন্তু বাস্তবে আইন বিভাগের শিক্ষার্থীরা শহীদুল্লাহ হলে সংযুক্ত নন। আরও বিস্ময়ের বিষয়, প্রচারপত্রে তিনি নিজের ব্যালট নম্বর দেখিয়েছেন ১৬১। সেখানে নিজেকে তিনি ‘রেড জুলাই’-এর প্রতিষ্ঠাতা বলেও পরিচয় দিয়েছেন।
 

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ব্যালট বরাদ্দ তালিকা অনুযায়ী (সংযুক্ত ছবি অনুযায়ী), ১৬১ নম্বর ব্যালট বরাদ্দ করা হয়েছে মো. সজিব হোসাইন (রেড জুলাই), ফলিত গণিত বিভাগ, শহীদুল্লাহ হল, ভোটার নং শহ ০১২২২, রেজিস্ট্রেশন নং ২০২১৬১১৮৩৬-এর নামে
 

সুতরাং পরিষ্কারভাবে প্রমাণিত, মো. রাইয়ান ইসলামের ডাকসু প্রার্থিতা দাবি সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণামূলক।
 

এদিকে অভিযোগ উঠেছে, রাইয়ান নিজেকে ডাকসু প্রার্থী পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন মহল থেকে নির্বাচনী খরচের নামে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও গণআন্দোলনের সক্রিয় কর্মী মো. সজিব হোসাইনের (রেড জুলাই) সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। আইনের দৃষ্টিতে এটি গুরুতর দণ্ডনীয় অপরাধ।
 

রাইয়ানের এসব কর্মকাণ্ডে শুধু তার ব্যক্তিগত ভাবমূর্তি নয়, বরং আর. পি. সাহা বিশ্ববিদ্যালয় এবং এর শিক্ষার্থীদের মর্যাদাও ক্ষুণ্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান, এ ধরনের প্রতারণা ও চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক।