 
                            
ঢাকা প্রেসঃ
শনিবার (৮ জুন) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৭২,৪১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
মোট ১৮৫টি ফ্লাইটে এসেছেন হজযাত্রীরা। সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৭,৮৬৫ জন হজযাত্রী এসেছেন। আবেদনের বিপরীতে শতভাগ ভিসা ইস্যু করা হয়েছে।
বিমান সংস্থা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ৯৭ টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স: ৬২ টি ফ্লাইট, ফ্লাইনাস এয়ারলাইন্স: ২৬ টি ফ্লাইট।
মৃত্যু: এ পর্যন্ত মোট ১২ জন হজযাত্রী মারা গেছেন। সর্বশেষ ৬ জুন মক্কায় শেখ আরিফুল ইসলাম (৫৭) নামে একজন মারা গেছেন।
চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান। ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট হজযাত্রীদের নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৫,২৫২ জন হজ পালন করবেন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    