গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:-
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী লোকাল বাসের চাপায় ১০ বছর বয়সী ইয়াসিন সিকদার নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনায় শিশুটির নানা আব্দুল মজিদ সিকদার গুরুতর আহত হন। দুর্ঘটনার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বাসটি ভাঙচুর করে এবং একপর্যায়ে সেটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহত ইয়াসিন সিকদার আগৈলঝাড়া উপজেলার রত্নাপুর ইউনিয়নের মিশ্রিপাড়া গ্রামের মো. সুমন সিকদারের ছেলে।
জানা গেছে, ইয়াসিন তার নানা আব্দুল মজিদ সিকদারের সঙ্গে বরিশাল-ঢাকা মহাসড়ক পায়ে হেঁটে পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির লোকাল বাসটি ইয়াসিনকে চাপা দেয়, ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। আহত অবস্থায় ইয়াসিনের নানা আব্দুল মজিদ সিকদারকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে বাসটিকে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান জানান, ভূরঘাটা থেকে বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালগামী হাওলাদার পরিবহন নামের লোকাল বাসটি বেপরোয়া গতিতে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পথচারী ইয়াসিন সিকদার ও তার নানা আব্দুল মজিদ সিকদারকে ধাক্কা দেয়।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত আব্দুল মজিদ সিকদারকে প্রথমে গৌরনদী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।