বিনোদন প্রতিবেদক:-
নন্দিত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন প্রায় এক বছর পর মঞ্চে গাইতে উঠেছিলেন। তবে গত ৩১ জানুয়ারি গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তিনি এবং দ্রুত হাসপাতালে ভর্তি হতে হয়। চিকিৎসকের পরামর্শ ছিল বিশ্রাম, কিন্তু বর্তমানে অনেকটা সুস্থবোধ করায় আবারও গানে ফিরেছেন সাবিনা ইয়াসমিন।
সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে তিনি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। এই গানে তার সহশিল্পী হিসেবে আছেন আরেক বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী। গানটির সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। একই গানে এ প্রজন্মের আরও দশজন শিল্পী কণ্ঠ দিয়েছেন। জানা গেছে, গানটি আসছে ঈদের জনপ্রিয় একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচার হবে।
এক বছর গানের বাইরে থাকার পর ৩১ জানুয়ারি রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে মঞ্চে উঠেছিলেন সাবিনা ইয়াসমিন। প্রায় সোয়া এক ঘণ্টা গান পরিবেশনের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত গুলশানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং রাতের দিকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি তিন দিন চিকিৎসাধীন ছিলেন। এরপর বাসায় ফিরে বিশ্রাম নেন কিছুদিন।