আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১১ মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৪:৪০ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউনিয়নের মিয়া পাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় একটি পিকআপ কে থামানোর সিগনাল দিলে উক্ত পিকআপটি দ্রুত টান দিয়ে রাস্তার ধারে গাছের আড়ালে পিকআপ থামিয়ে পালিয়ে যায় চেকপোস্টের পুলিশ উক্ত পিকআপ থেকে ৫৮ কেজি গাঁজা উদ্ধার পূর্বক পিকআপটি জব্দ করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ মোজাফফর হোসেন বলেন ফুলবাড়ী থানা এলাকায় ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে ।
উক্ত বিষয়ে পলাতক পিকআপ ড্রাইভার এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।